শাহাবুদ্দিন আহমেদ ( আখাউড়া উপজেলা প্রতিনিধি )
আখাউড়া পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জনাব মোঃ সোহাগ মোল্লা চোড়াইকৃত মোটরসাইকেলের সাথে জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে আটকের পর পুলিশি তদন্তে সে নির্দোষ প্রমাণিত হয়েছে। পরে তাকে স্ব-সম্মানে ছেড়ে দেয় আখাউড়া থানা পুলিশ।
এ ব্যাপারে দৈনিক আখাউড়া খবরকে, সোহাগ মোল্লা জানান, আমি স্থানীয় একটি হোন্ডা গ্যারেজে বসেছিলাম হঠাৎ পুলিশ এসে একটি হোন্ডা সহ আমাকেও থানায় নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে পুলিশ কে বলি আমি এ ব্যাপারে কিছু জানি না ভালো করে তদন্ত করে দেখুন তারপরেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আমাকে থানায় নিয়ে আসে এবং কে বা কাহারা এই খবর মিডিয়ার কাছে প্রচার করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালায়। এ ব্যাপারে তিনিই প্রশাসন ও মিডিয়ার ভাইদের ভবিষ্যতে আরো দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই স্থানীয় একটি হোন্ডা গেরেজে ১টি চোরাই মোটরসাইকেল আছে, তাৎক্ষণিক অভিযান পরিচালনা কালে সোহাগ মোল্লা দোকানে বসা ছিলেন, পুলিশের সন্দেহ হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরে তদন্ত সাপেক্ষে নির্দোষ প্রমাণিত হলে তাকে স্ব-সম্মানে ছেড়ে দেয়া হয়।
Leave a Reply