লায়ন রাকেশ কুমার ঘোষ
(বিশেষ প্রতিনিধি)
আজ রবিবার, ২৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে ক্রীয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করেন, প্রথমে গানের তালে তালে নানা রূপে নানা সাজে স্কুল শিক্ষার্থীরা নেচে গেয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন, পাশাপাশি রয়েছেন নাটক। নাটক চলাকালীন, নাটক ও নাচের অভিনয়গুলো ছিলেন, খুবই চমৎকার। নাটকের মাধ্যমে বর্তমান বিষয়গুলো ফুটিয়ে তুলেন, শিক্ষার্থীরা। নাটক গুলু হলেন ছেলেরা মেয়েদেরকে ইভটিজিং করার দৃশ্য , নান্টু ঘটক অল্প বয়সের মেয়েদেরকে বিয়ে দেওয়ার দৃশ্য, দুই পক্ষের নির্বাচনের দৃশ্য এবং বেদে মেয়েদের কার্যকলাপ এর দৃশ্য।
ওই ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্মানিত প্রধান অতিথি জনাব গাজালা পারভীন রুহি, উপজেলা নির্বাহী অফিসার, আখাউড়া, ব্রহ্মণবাড়িয়া।
বিশেষ অতিথি আসনে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব জয়নাল আবেদিন আব্দু , সভাপতি আখাউড়া উপজেলা বিএনপি। উপস্থিত ছিলেন, জনাব কফিল উদ্দিন মাহমুদ একাডেমি সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আখাউড়া। উপস্থিত ছিলেন জনাব সেলিম ভূঁইয়া, সভাপতি, আখাউড়া পৌর বিএনপি। উপস্থিত ছিলেন, জনাব আক্তার খান, সাধারণ সম্পাদক, আখাউড়া, পৌর বিএনপি। উপস্থিত ছিলেন জনাব, মোঃ বুরহান উদ্দিন খান, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী,আখাউড়া, উপজেলা শাখা।
উপস্থিত ছিলেন, শ্রী দেবব্রত বণিক, প্রধান শিক্ষক আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। উপস্থিত ছিলেন জনাব কাজী ইকবাল স্যার সহকারী প্রধান শিক্ষক, আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। তাছাড়া আরো উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক,শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাংবাদিক ও সকলের বক্তব্যের মাধ্যমে, নানান রকম অনুষ্ঠান শেষে, পুরস্কার বিতরণ সহ অনুষ্ঠানের সমাপ্ত হয়।
Leave a Reply