আফজল খান শিমুল :
আজ ২৮ ফেব্রুয়ারি-২০২৫ ইংরেজিতে সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউপির কোড্ডা গ্রামে প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে কোড্ডা গাউছিয়া দাখিল মাদ্রাসা মাঠে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে এ গ্রামের গরীব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন,
হাজি মো: রহমত উল্লাহ তৌহিদ, সাবেক মেম্বার , বাসুদেব ইউনিয়ন পরিষদ, সদর ব্রাহ্মণবাড়িয়া ।
এ মহতি ও সমাজসেবা সংগঠনের সভাপতি হলেন, মো: নিজাম ও সাধারন সম্পাদক হলেন, মো: আলমগীর মিয়া।
সার্বিক সংগঠন ও প্রোগ্রাম তত্বাবধানে :- মো: ইমোনুল ইসলাম দারু ( ইতালী প্রবাসী )।
Leave a Reply